সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষার তারিখ ২০২২ প্রকাশ

4.5/5 - (57 votes)

ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষার তারিখ ২০২২:

ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষার তারিখ ২০২২ প্রকাশ: (সমাজসেবা অধিদপ্তর ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষার তারিখ) সমাজসেবা অধিদপ্তরের জনবল নিয়োগের নিমিত্ত ১৬তম গ্রেডভুক্ত সমাজকর্মী (ইউনিয়ন) পদে সর্বমোট ৬,৬২,২৭০ (ছয় লক্ষ বাষট্টি হাজার দুইশত সত্তর) জন চাকুরী প্রার্থীর এমসিকিউ MCQ পদ্ধতিতে OMR শিটে লিখিত পরীক্ষা ৬৪ জেলায় অভিন্ন প্রশ্নপত্রে একই দিনে একই সময়ে একযোগে গ্রহণের নিমিত্ত সিদ্ধান্ত গৃহীত হয়। জনস্বার্থে উক্ত পরীক্ষা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের অনুমোদনক্রমে সূত্রোস্থ স্বারকমূলে জেলা প্রশাসককে সভাপতি করে ০৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। উক্ত লিখিত পরীক্ষা ২১-১০-২০২২ খ্রি. তারিখ সকাল ১০:০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে।

ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষার তারিখ ২০২২, union somaj kormi exam date 2022, ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষার তারিখ ২০২২, dss union somaj kormi exam date 2022, samaj seba union somaj kormi exam date, সমাজসেবা অধিদপ্তর ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষার তারিখ, সমাজসেবা অধিদপ্তর ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষার তারিখ 2022,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *