পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত ৫টি পদে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।
📋 পদ ও শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত তথ্য:
| পদের নাম | পদসংখ্যা | বেতনস্কেল (গ্রেড) | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
| ১. ক্যাশিয়ার | ০১ (একটি) | ১১,০০০–২৬,৫৯০/- (গ্রেড–১৩) | (ক) স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি। (খ) কম্পিউটার চালনায় দক্ষতা। (গ) কম্পিউটারে Word processingসহ দক্ষতা ও অভিজ্ঞতা। |
| ২. কম্পিউটার অপারেটর | ০১ (একটি) | ১১,০০০–২৬,৫৯০/- (গ্রেড–১৩) | (ক) স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। (খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ গতি সহকারে Standard Aptitude Test-এ উত্তীর্ণ। |
| ৩. সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর | ০১ (একটি) | ১১,০০০–২৬,৫৯০/- (গ্রেড–১৩) | (ক) স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি। (খ) কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত। (গ) সাঁটলিপিতে গতি: ইংরেজিতে ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দ। (ঘ) কম্পিউটার মুদ্রাক্ষরে গতি: ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ। (ঙ) কম্পিউটারে Word processingসহ ই-মেইল ও ফাইল ব্যবস্থাপনায় দক্ষতা। |
| ৪. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক | ০২ (দুটি) | ৯,৩০০–২২,৪৯০/- (গ্রেড–১৬) | (ক) স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। (খ) কম্পিউটার মুদ্রাক্ষরে গতি: ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ। (গ) কম্পিউটারে Word processingসহ ই-মেইল ও ফাইল ব্যবস্থাপনায় দক্ষতা। |
| ৫. অফিস সহায়ক | ০১ (একটি) | ৮,২৫০–২০,০১০/- (গ্রেড–২০) | স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এস.এস.সি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। |
⏳ সময়সীমা ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য:
- আবেদন শুরুর তারিখ: ১০ নভেম্বর ২০২৫ তারিখ সকাল ১০টা থেকে।
- আবেদনের শেষ সময়: ৯ ডিসেম্বর ২০২৫ তারিখ বিকেল ০৫টা পর্যন্ত।
- বয়সসীমা (১০ নভেম্বর ২০২৫ তারিখে):১৮-৩২ বছর।
- তবে ৩ ও ৪ নং পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
- আবেদন ফি (টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ৭২ ঘণ্টার মধ্যে):
- ১-৪ নং পদের জন্য: ১১২ টাকা।
- ৫ নং পদের জন্য: ৫৬ টাকা।
- আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
- আবেদনের সাথে ৩০০x৩০০ সাইজের ছবি ও ৩০০x৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
দ্রষ্টব্য: আবেদন করার জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখিত পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ লিঙ্কে ক্লিক করতে হবে।

