ব্রেকিং নিউজ: সহকারী শিক্ষক নিয়োগে আবেদনের সুযোগ! অনার্স ফাইনাল ও ৩য় বর্ষের পুনর্মূল্যায়নের ফল আসছে এ সপ্তাহেই
জাতীয় বিশ্ববিদ্যালয় (জাবি) থেকে:
অপেক্ষার অবসান ঘটিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধীনে অনুষ্ঠিত অনার্স ফাইনাল পরীক্ষার ফলাফল চলতি সপ্তাহেই প্রকাশিত হতে যাচ্ছে। একইসঙ্গে প্রকাশিত হবে তৃতীয় বর্ষের পুনর্মূল্যায়নের ফলাফল।
জাবির উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ তাঁর অফিসিয়াল ফেসবুক পেজে আজ, ০৮ নভেম্বর, ২০২৫ খ্রি. তারিখে এই গুরুত্বপূর্ণ ঘোষণাটি দেন।

প্রধান আকর্ষণ: শিক্ষক নিয়োগে আবেদন করতে পারবে শিক্ষার্থীরা
ভিসির এই ঘোষণায় সবচেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে যারা বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আবেদন করার সুযোগের অপেক্ষায় ছিল।
উপাচর্য তাঁর পোস্টে সরাসরি উল্লেখ করেন, “অনার্স ফাইনালের রেজাল্ট এই সপ্তাহেই হবে, তোমরা সহকারী শিক্ষক পরীক্ষার জন্যে দরখাস্ত করতে পারবে।”
উল্লেখ্য, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের আবেদন বর্তমানে চলমান রয়েছে (প্রথম ধাপের আবেদন চলবে ২১ নভেম্বর পর্যন্ত)। স্নাতক বা স্নাতক (সম্মান) ডিগ্রিধারীদের আবেদনের জন্য এই ফলাফলটি ছিল অপরিহার্য। ফলাফল প্রকাশিত হলে বহু শিক্ষার্থী দ্রুত নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ পাবে।
তৃতীয় বর্ষের পুনর্মূল্যায়ন ফলও প্রস্তুত
পাশাপাশি, তৃতীয় বর্ষের পুনর্মূল্যায়নের ফলাফলও এই সপ্তাহেই প্রকাশিত হবে বলে উপাচার্য নিশ্চিত করেছেন। তিনি লেখেন, “তৃতীয় বর্ষের পুনর্মূল্যায়নের ফলাফলও পেয়ে যাবে এই সপ্তাহেই।” এতে করে ফল পরিবর্তন বা অনিশ্চয়তায় থাকা শিক্ষার্থীরা দ্রুত তাদের একাডেমিক পথ ঠিক করে নিতে পারবে।
ভিসি’র বিশেষ অনুরোধ
ফলাফল সংক্রান্ত বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য উপাচার্যকে ধন্যবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। তবে ফলাফল প্রকাশের দিনক্ষণ নিশ্চিত করার পাশাপাশি, উপাচার্য সকলকে ব্যক্তিগতভাবে ফোন বা এসএমএস না করার জন্য অনুরোধ জানিয়েছেন। তিনি তাঁর পোস্টে লেখেন: “(আর ফোন/এসএমএস দিও না!)”
শিক্ষার্থীদের এখন ফল প্রকাশের জন্য অপেক্ষা করতে হবে এবং দ্রুত সহকারী শিক্ষক নিয়োগের আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখতে হবে।
