বিজিবি সিপাহী পদে নিয়োগ ২০২৫ সার্কুলার:
বিজিবি সিপাহী পদে নিয়োগ ২০২৫ সার্কুলার:সম্প্রতি লোক নিয়োগ দেওয়া জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিজিবি। বিজিবি সিপাহী (জিডি) পদে পুরুষ ও নারী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি. তারিখ থেকে আবেদন শুরু হয়ে চলবে ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি. তারিখ পর্যন্ত। সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ-৩ এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ-২.৫ পেয়ে উত্তীর্ণ। আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীগণকে https://joinborderguard.bgb.gov.bd/allcirculars এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আরও বিস্তারিত দেখুন সংযুক্ত বিজ্ঞপ্তিতে..

বিজিবি সিপাহী পদে নিয়োগ ২০২৫ সার্কুলার PDF
বিজিবি সিপাহী পদে নিয়োগ ২০২৫ সার্কুলার PDF সংগ্রহ করতে নিচের দেওয়া ডাউনলোড লেখাতে ক্লিক করুন।